thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

টোয়েন্টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেটের এভারেস্টে ডুয়াইন ব্রাভো

২০২০ আগস্ট ২৭ ০৮:৪১:৪২
টোয়েন্টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেটের এভারেস্টে ডুয়াইন ব্রাভো

দ্য রিপোর্ট ডেস্ক: টেস্ট ক্যারিয়ার থেমে গেছে ডুয়াইন ব্রাভোর ১০ বছর আগে। ওয়ানডে ক্যারিয়ারকে গুডবাই জানিয়েছেন,তাও ৬ বছর আগে। সংক্ষিপ্ত ভার্সেনের ক্রিকেট ক্যারিয়ার টেনে নিচ্ছেন এখন এই ক্যারিবিয়ান পেস অল রাউন্ডার।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বড় ফেরিওয়ালা ডুয়াইন ব্রাভো টোয়েন্টি-২০ ক্রিকেটে একটার পর একটা মাইলস্টোনে নিজেকে নিয়েছেন অন্য উচ্চতায়। সবার আগে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলস্টোনে রেখেছেন পা।

৪০০ উইকেটের ক্লাবে একমাত্র সদস্য এখনো তিনি। সবার আগে ম্যাজিক ক্লাব ৫০০ উইকেটের মাইলস্টোনেও হয়ে গেলেন ইতিহাস ত্রিনিদাদের এই ছেলেটি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরটি তার ৫০০ উইকেটের মঞ্চ তৈরি করে রেখেছিল। মাত্র ৩টি শিকার দুরে ছিলেন এই পেস অল রাউন্ডার। আমাজন ওরিয়র্স (১/৪০),জ্যামাইকা তালওয়াশ (১/৩২) এর বিপক্ষে ২ উইকেট শিকারে বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ২৩ আগস্ট সবার চোখ ছিল ডুয়াইন ব্রাভোর দিকে। তবে ট্রাইডেন্টসের বিপক্ষে শুন্যহাতে থেমেছেন (০/৪৭)।

জন্মস্থান ত্রিনিদাদে আইডল লারার নামে একাডেমীতে বুধবার হতাশ হতে হয়নি। নিজের ৪র্থ ডেলিভারিতে সেন্ট লুসিয়া জুকসের কর্নওয়ালকে শিকারে ৫০০ তম উইকেটের এভারেস্টে পা রেখেছেন ডুয়াইন ব্রাভো। মাইলস্টোন ম্যাচে পরের ওভারে রাস্টন চেজকে ইয়র্কারে বোল্ড আউটে উদযাপনটা ভালই হয়েছে ৩৬ বছর বয়সী এই পেস অল রাউন্ডারের। ৪৫৯ ম্যাচে ৫০১ উইকেটের পাশে ৬৩১৩ রান ! টোয়েন্টি-২০ ক্রিকেটে অল রাউন্ড পারফরমেন্সেও সবার উপরে ডুয়াইন ব্রাভো।

৬দিন আগে একই ভেন্যুতে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টোয়েন্টি ২০তে (২১ বছর ) মাত্র ২১৩ ম্যাচে ৩০০ উইকেটের মাইলস্টোন পূর্ন করেছেন রশিদ খান যে প্রতিপক্ষের বিপক্ষে, সেই প্রতিপক্ষের বিপক্ষে ৫০০তম উইকেটের চূড়ায় পা দিলেন ডুয়াইন ব্রাভো।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর