thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আইবিটিআরএ এর উদ্যোগে “ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২০২০ আগস্ট ২৩ ১৫:৫০:২০
আইবিটিআরএ এর উদ্যোগে “ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত “ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং” শীর্ষক কর্মশালা ২২ আগস্ট ২০২০, শনিবার ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, ব্যাংকের ডাইরেক্টর ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর প্রফেসর ও ডাইরেক্টর (রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি) ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, পিএইচডি, সেশন লিডার হিসেবে বক্তব্য দেন।

আইবিটিআরএ এর ডাইরেক্টর জেনারেল এস. এম. রবিউল হাসান এর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিয়ার রহমান। ব্যাংকের শাখাপ্রধান, এডি ব্রাঞ্চগুলোর ফরেইন এক্সচেঞ্জ ইনচার্জ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং এবং শরীআহ সেক্রেটারেয়েটের নির্বাহী ও কর্মকর্তাগণ দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর