thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ইনকিলাব সম্পাদকের বাসায় পুলিশি অভিযানের নিন্দা এরশাদের

২০১৩ নভেম্বর ১০ ১৯:১২:০৬
ইনকিলাব সম্পাদকের বাসায় পুলিশি অভিযানের নিন্দা এরশাদের

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বাসায় পুলিশি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

গণমাধ্যমে রবিবার বিকেলে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান এরশাদ।

এরশাদ বলেন, ‘ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তিনি কোনো সন্ত্রাসী কার্যকলাপ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো কাজের সঙ্গে বিন্দুমাত্র জড়িত আছেন- এমন অভিযোগও নেই। এরপরও কী কারণে তার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে তা বোধগম্য নয়। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’

তিনি আরও বলেন, ‘একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকের বাসভবনে বিনা কারণে পুলিশের অভিযান চালানোর ঘটনা শুনে আমি বিস্মিত ও হতবাক হয়েছি।’

সাবেক রাষ্ট্রপতি এরশাদ প্রশ্ন রাখেন, ‘এই অপতৎপরতা কি দৈনিক ইনকিলাবের কণ্ঠরোধ করার প্রক্রিয়ারই অংশ?’

তিনি বলেন, ‘কেন বাহাউদ্দীনের বাসভবনে তল্লাশি চালানো হয়েছে তার উপযুক্ত জবাব দিতে হবে।’

এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির এ চেয়ারম্যান।

(দিরিপোর্ট২৪/এসএ/আইজেকে/এনডিএস/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর