thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১,  ৬ রবিউস সানি 1446

মেসির প্রস্থান চায় না বার্সেলোনা

২০২০ আগস্ট ২৭ ১৫:৪৮:১৬
মেসির প্রস্থান চায় না বার্সেলোনা

দ্য রিপোর্ট ডেস্ক: তিনি লিওনেল মেসি বলেই তার দলবদলের গুঞ্জনে এতো আলোচনা-সমালোচনা। দীর্ঘ সময়ের সম্পর্ক বিচ্ছেদ করে বার্সেলোনা ছাড়তে চাইছেন আর্জেন্টাইন কিংবদন্তি, তাতে ফুঁসে উঠেছে গোটা ফুটবল বিশ্ব। বার্সার সঙ্গে মেসির সম্পর্ক দীর্ঘায়িত করানোর লক্ষ্যে ক্যাম্প-ন্যূ’র সামনে জড়ো হচ্ছে ক্ষুব্ধ ভক্ত-সমর্থকেরা, চাইছে বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগ। এতো শোরগোলের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, বার্সেলোনা কর্তৃপক্ষ আসলে কি চাইছে? এ ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সা। ক্লাবের পক্ষ থেকে টেকনিকাল বিভাগের সেক্রেটারি র‍্যামন প্ল্যানিস জানালেন, মেসিকে বার্সাতেই চান তাঁরা। এমন কী আর্জেন্টাইন তারকাকে রাখতে ক্লাব সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এব বিবৃতিতে র‍্যামন বলেন, ‘আমরা কোনোভাবেই মেসির প্রস্থান চাই না। আমরা চাই মেসি এখানেই থাকুক। মেসির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। বার্সার সঙ্গে মেসির সম্পর্কটা দাম্পত্যের মতো। যেখানে দুজন দুজনকে অনেক কিছু উপহার দিয়েছে, ভক্তদের আনন্দ দিয়েছে। তাই আমি মনে করি, ভবিষ্যতে ইতিবাচক কিছুই হবে। মেসির মতো অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি দলের ভবিষ্যৎ খেলোয়াড়ও আমাদের দরকার।’

‘বার্সা ও মেসির সম্পর্ক অব্যাহত রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তাঁকে বোঝানোর জন্য অভ্যন্তরীণভাবে কাজ করছি,’ যোগ করেন র‍্যামন।

এদিকে দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছাড়তে সব রকম ব্যবস্থাই নিচ্ছেন লিওনেল মেসি। দলবদল নিয়ে কিছু জটিলতা থাকায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফারও দ্বারস্থ হয়েছেনন তিনি। দলবদলের জন্য ফিফার কাছে প্রাথমিক অনুমতি চেয়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। বিশ্বের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক বেইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরি বিষয়টি জানিয়েছেন।

এক টুইট বার্তায় ত্রানকেদি পালমেরি জানিয়েছেন, ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন মেসি। তার মানে বিনামূল্যে দলবদল করতে চান আর্জেন্টাইন তারকা।

বার্সা ছেড়ে মেসি ঠিক কোথায় যাবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন ক্লাবের নাম উঠে আসছে। এ ক্ষেত্রে সবার আগে আসছে ম্যানচেস্টার সিটির নাম। মেসির নিজেরও ইচ্ছে নাকি পুরোনো কোচ পেপ গার্দিওয়ালার অধীনে আবারও খেলার।

ম্যানসিটি ছাড়াও মেসিকে পাওয়ার দৌড়ে আছে পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো ক্লাবগুলো। আর্জেন্টাইন তারকাকে পেতে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হবে আগ্রহী ক্লাবগুলো। মেসিকে পেতে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাত হাজার ১০ কোটি ৬২ লাখ টাকার বেশি। সবকিছুর হিসাব-নিকাশ মেলাতে ঘুম হারাম হচ্ছে আগ্রহী ক্লাবগুলোর।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর