thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

করোনায় আক্রান্ত পগবা

২০২০ আগস্ট ২৮ ০৮:৪১:৫৮
করোনায় আক্রান্ত পগবা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা পজিটিভ ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা। আপাতত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ২৭ বছর বয়সী তারকা মিডফিল্ডার। ফরাসি সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর।

আগামী ৫ এবং ৮ সেপ্টেম্বর ইউইএফএ ন্যাশনস লিগে সুইডেন এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ফ্রান্স। তার আগে বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের করোনা আক্রান্ত হওয়ার খবরে কার্যত বড় ধাক্কা খেল লেস ব্লুসরা।

পগবার পরিবর্তে উঠতি তারকা এডুয়ার্ডো ক্যামাভিঞ্জা বা লিওন মিডফিল্ডার হাওসেম আউয়ারকে খেলানো হতে পারে বলে খবর। তবে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচের আগেই সেরে ওঠার সম্ভাবনা রয়েছে পগবার। ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লিগ ওপেনারে নামবে ইউনাইটেড।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর