thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ব্ল্যাক প্যান্থার অভিনেতা বোজম্যান আর নেই

২০২০ আগস্ট ২৯ ০৯:১২:৩৮
ব্ল্যাক প্যান্থার অভিনেতা বোজম্যান আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক: ক্যানসারের কাছে হার মানলেন চ্যাডউইক বোজম্যান। না ফেরার দেশে চলে গেলেন ব্ল্যাক প্যান্থার খ্যাত যুক্তরাষ্ট্রের এই অভিনেতা।

শনিবার পারিবারিক এক বিবৃতিতে বোজম্যানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বিবিসি’র খবরে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় স্ত্রী ও পরিবারের সদস্যরা তার পাশে ছিল।

জীবিত থাকাকালে বোজম্যান তার রোগ সম্পর্কে কখনো কিছু বলেননি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

২০১৮ সালে মুক্তি পাওয়া ব্ল্যাক প্যান্থার ছাড়াও আরও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান। এসবের মধ্যে রয়েছে ডা ফাইভ ব্লাডস, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স: ইন্ডগেম, কেপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, ম্যাসেজ ফ্রম কিং, গডস অব ইজিপ্ট, কিং হোল প্রভৃতি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর