thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

যশোরে সোয়া ৯ কেজি সোনা উদ্ধার, নারী আটক

২০২০ আগস্ট ২৯ ০৯:৩৭:৪৪
যশোরে সোয়া ৯ কেজি সোনা উদ্ধার, নারী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সোয়া ৯ কেজি সোনা উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা। এ সময় এক নারীকে আটক করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সাদিপুর গ্রামের নিজ বাড়ি থেকে বানেছা খাতুন (৩৫) কে সোনার বারসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের দুঃখ মিয়ার স্ত্রী।

বিজিবি জানায়, তারা গোপনে জানতে পারেন, সাদিপুর গ্রামের এক নারী সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান ভারতে পাচার করবেন। পরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৯০০ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছাকে হাতেনাতে আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, উদ্ধার হওয়া সোনার দাম ৫ কোটি টাকা। সোনাসহ আটক নারীকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর