thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাবার লাশ উদ্ধার হলেও, এখনও নিখোঁজ সন্তান

২০২০ আগস্ট ৩০ ১৩:১৮:৩৬
বাবার লাশ উদ্ধার হলেও, এখনও নিখোঁজ সন্তান

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে নিখোঁজের দুদিন পর পুলিশ কনস্টেবল মোহাম্মদ মুসার (২৫) মরদেহ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে, এখনও নিখোঁজ তার ছয় মাস বয়সী ছেলে।

মুসার বাড়ি একই উপজেলার চাঁচই গ্রামে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান।

এর আগে গত ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় সপরিবারে নৌভ্রমণে এসে কালনাঘাটে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগলে তাদের বহনকারী ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মুসার কোল থেকে শিশু সন্তান মধুমতি নদীতে পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে মুহূর্তেই নদীতে ঝাপ দেন মুসা। একপর্যায়ে তিনিও নিখোঁজ হন।

এদিকে গতকাল শনিবার ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা মুসা ও তার শিশু সন্তানের লাশ উদ্ধারের চেষ্টা করেও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর