thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার’

২০১৩ নভেম্বর ১০ ১৯:১৮:২৩
‘গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘মূলত সরকার ভেতরে ভেতরে গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। গোপন এজেন্ডা বাস্তবায়নে তারা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।’

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিনের সার্বিক চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দলীয় মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে রিজভী বলেন, ‘সংলাপ, সমঝোতা ও বিরোধীদল; ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিধানে নেই। রাজনীতি মানেই কি মিথ্যাচার, দ্বিচারিতা? এর মধ্যে কি নৈতিকতার জায়গা নেই?’

সরকারের গণবিরোধী কাজ প্রতিহত করে জণগণকে সঙ্গে নিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

রিজভী বলেন, ‘নিরাপত্তার নামে খালেদা জিয়াকে নিরাপত্তাহীন ও মানসিকভাবে দুর্বল করা হয়েছে। তাকে জনগণ ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে বিচ্ছিন্ন রাখতে সরকার নানা ষড়যন্ত্র করছে।’

তিনি অভিযোগ করেন, ‘চূড়ান্ত পতনের সম্ভাবনা দেখে সরকার মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে।’

‘বেগম খালেদা জিয়ার বাসায় খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পানির লাইন কেটে দেওয়া হয়েছে। পুলিশ কাউকে বাসায় ঢুকতে দিচ্ছে না। তার আত্মীয়-স্বজনদেরও গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিরে যেতে হচ্ছে। এ ঘটনায় মানুষ উদগ্রীব, উৎকণ্ঠিত’- বলেন বিএনপির যুগ্ম-মহাসচিব।

‘বিএনপি চেয়ারপারসনের বাসায় কেন খাবার ও পানি সরবরাহ বন্ধ করা হলো দেশের মানুষ তা জানাতে চায়। তাকে গৃহবন্দী, নজরবন্দী কিংবা অবরুদ্ধ করা হয়েছে কিনা তাও দেশবাসী জানতে চায়।’

‘দমননীতি চালিয়ে সরকার বিরোধীদলের উপর প্রচণ্ড ক্র্যাক ডাউন করছে ’- এমন অভিযোগ করে রিজভী আরো বলেন, ‘একটা ভীতিকর পরিস্থিতি পার করছি আমরা। প্রতিটি মুহূর্ত অজানা আতঙ্কে কাটছে। আইন-শৃঙ্খলা বাহিনী হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বিএনপির নেতাদের। বাসায় বাসায় তল্লাশি চালিয়ে পরিবারের বৃদ্ধ ও শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করছে।’

সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘ইতোপূর্বে আমাদের দলের মহাসচিব বলেছেন, আমরা শেষপর্যন্ত সংলাপের জন্য অপেক্ষা করব।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পিয়াস করিমের বাসায় হামলা ও দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিনের বাসায় পুলিশি তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

আটক নেতাদের মুক্তি দাবি এবং সরকারি বাধা উপেক্ষা করে হরতাল পালন করায় বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান।

শুক্রবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে বিএনপি ও ১৮ দলের সাত শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার, ১৮ শতাধিক আহত, আট হাজার মামলা ও ভ্রাম্যমাণ আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বলে জানান রিজভী।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এনডিএস/এমএআর/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর