thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ইসরায়েলি প্রতিনিধিরা পৌঁছানোর আগে বিস্ফোরণে কাঁপল আমিরাত

২০২০ আগস্ট ৩১ ১৮:০৫:২৯
ইসরায়েলি প্রতিনিধিরা পৌঁছানোর আগে বিস্ফোরণে কাঁপল আমিরাত

দ্য রিপোর্ট ডেস্ক: প্রথমবারের মতো সম্পর্ক স্বাভাবিক চুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগীদের পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা আগে জোড়া বিস্ফোরণে কাঁপল সংযুক্ত আরব আমিরাত। এতে অন্তত একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দেশটির পর্যটন কেন্দ্র দুবাইয়ে এ পৃথক বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্স।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, সোমবার ভোরের দিকে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এটি কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আবুধাবির দৈনিক দ্য ন্যাশনাল দুবাই সিভিল ডিফেন্সের মুখপাত্রের বরাত দিয়ে বলেছে, বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হলে রেস্টুরেন্ট ভবনের নিচ তলা ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আবুধাবির রশিদ বিন সাঈদ স্ট্রিটের কেএফসি অ্যান্ড হার্ডিস রেস্টুরেন্টেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দ্য ন্যাশনাল বলছে, এই বিস্ফোরণে রশীদ স্ট্রিটের অন্যান্য দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ভবন ও এর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ভাইরাল হয়।

খবরে জানানো হয়, আবুধাবির রশিদ সাঈদ স্ট্রিটটি বিমানবন্দর সড়ক নামেও পরিচিত। বিমানবন্দরে অবতরণের পর এই সড়ক হয়ে আমিরাতের প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার রুট ঠিক করা ছিল মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের জন্য।

এদিকে প্রতিনিধিদের নিয়ে প্রথম ফ্লাইটটি আজ ইসরাইলের স্থানীয় সময় সকাল ১১টা ১৩ মিনিটে তেল আবিব থেকে আকাশে উড়েছে। ইসরাইলের ‘এল আল’ বিমান সংস্থার ফ্লাইটটি আবুধাবিতে পৌঁছায় আমিরাতের স্থানীয় সময় দুপুর তিনটা ৪৩ মিনিটে।

গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে পৌঁছেছে তারা।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েল-আমিরাতের চুক্তিটি রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং এটি বাতিল হওয়া উচিত। ইরান ও হামাস আমিরাতকে হুঁশিয়ারি দিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর