thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

এ যাত্রায় বড় বাঁচা বাঁচলাম: পপি

২০২০ আগস্ট ৩১ ১৮:০৮:১১
এ যাত্রায় বড় বাঁচা বাঁচলাম: পপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: এক মাসেরও বেশি সময় চিকিৎসা করিয়ে মরণ ভাইরাস করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি। গত ২২ জুলাই পপির দেহে করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছিল। সম্প্রতি দুই দফায় তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি ভালো আছেন।

পপি বলেন, ‘এখন আমি সম্পূর্ণ সুস্থ। মাঝেমধ্যে শরীর দুর্বল লাগে। চিকিৎসকের পরামর্শে ভিটামিন ও পুষ্টিকর খাবার খাচ্ছি। শুরুতে শ্বাসকষ্ট হতো। ভেবেছিলাম মরেই যাবো! ভয়ে ভেঙে পড়তাম। পরে সবার মানসিক সাপোর্টে মনোবল শক্ত করে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ নিয়েছি। মানুষের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়েছি। এ যাত্রায় বড় বাঁচা বাঁচলাম।’

করোনায় আক্রান্ত হওয়ার অনেক আগে থেকেই গ্রামের বাড়ি খুলনার খালিসপুরে ছিলেন পপি। লকডাউন ঘোষণার আগে বাড়িতে গিয়ে তিনি আটকে যান। ওই সময়ই পপি স্থানীয় মানুষদের ত্রাণ দিতে ছুটে বেড়িয়েছেন শহরের বিভিন্ন জায়গায়। নায়িকা বলেন, ‘মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলাম।’

তবে করোনার ধকল কাটিয়ে সম্প্রতি ঢাকায় ফিরেছেন পপি। রাজধানীর ইস্কাটনের বাসায় তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। বলেন, ‘পাঁচ মাস ঢাকার বাসায় ছিলাম না। ধুলো-ময়লা পড়ে যা তা অবস্থা হয়েছে। সব পরিষ্কার করছি। এই মুহূর্তে কাজে ফেরার ইচ্ছে নেই। দুটি ছবি ও বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও না করে দিয়েছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/৩১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর