thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

প্রণব মুখার্জির শেষকৃত্য আজ

২০২০ সেপ্টেম্বর ০১ ০৮:৪৯:২৩
প্রণব মুখার্জির শেষকৃত্য আজ

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে দেশটিতে সাতদিনের শোক ঘোষণা করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার। সোমবার সন্ধ্যার দিকে এই শোক ঘোষণা করা হয়। রাজ্যের সমস্ত সরকারি দফতর আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আজ ছুটি থাকবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই কথা ঘোষণা করেন। এছাড়াও প্রণববাবুর শেষকৃত্য যেদিন হবে, সেদিনও রাজ্যে ছুটি থাকবে বলে জানান তিনি। কাল তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সোমবার বিকেলের দিকে রাজধানী নয়াদিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রণব মুখার্জি। তার মৃত্যুতে দেশ এবং দেশের বাইরে শোকের ছায়া নেমে এসেছে; বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর মাঝে।

প্রণবের মৃত্যুতে যারা প্রথম দিকে শোক জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে একাধিক টুইট করে স্মৃতিচারণ এবং শোক প্রকাশ করেছেন তিনি।

এক টুইট বার্তায় ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর প্রণবের আশীর্বাদ, পদধূলি নেয়ার সুখস্মৃতি স্মরণ করে মোদি বলেছেন, ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে পুরো ভারত শোক প্রকাশ করছে। আমাদের জাতীয় উন্নয়নের ধারায় অনন্য স্বাক্ষর রেখে গেছেন তিনি।

লিখেছেন, একজন অসামান্য জ্ঞানী, একজন গৌরবময় রাষ্ট্রনায়ক, যিনি সব ধরনের রাজনীতিতে সম্মানিত এবং সমাজের সর্বত্রই প্রশংসিত ছিলেন।

প্রণবের একমাত্র মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি এক আবেগঘন টুইট করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথে ঠাকুরের বিখ্যাত একটি কবিতার লাইন ‘সবারে আমি প্রণাম করে যাই’ উল্লেখ করে তিনি লিখেছেন, বাবা, আপনার প্রিয় কবির একটি চরণ উদ্ধৃত করে সবার প্রতি আপনার বিদায় বাণী তুলে ধরছি। দেশ ও জাতির সেবায় আপনার জীবন ছিল পরিপূর্ণ, অর্থবহুল। আপনার মেয়ে হিসেবে জন্ম নিয়ে নিজেকে আমি ভাগ্যবতী মনে করছি।

এছাড়া শোকপ্রকাশ করেছেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। টুইটারে তিনি বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরে শোকাহত। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং দেশের সব মানুষের প্রতি গভীর সমবেদনা জানাাচ্ছি।

শোক জ্ঞাপন করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়ানে গভীরভাবে শোকাহত। সমাজের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। ওর মৃত্যু আমার ব্যক্তিগত ক্ষতি। ভারতের ইতিহাস, কূটনীতি, জননীতি, প্রতিরক্ষা নিয়ে ওঁর অপরিসীম জ্ঞান ছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রনব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর লিখেছেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দেশ শোক প্রকাশ করছে। তিনি আমাদের জাতির উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গিয়েছেন। তিনি একজন পণ্ডিত,এক গৌরবময় রাষ্ট্রনায়ক, তিনি সমাজের সমস্ত স্তর থেকেই প্রশংসিত হয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লিখেছেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। এই মৃত্যুতে জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। ব্যক্তিগতভাবে প্রণববাবু আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিভিন্ন সময়ে আমি তাঁর ঘনিষ্ঠ ও মূল্যবান উপদেশ পেয়েছি। তিনি আমার জীবনে অভিভাবকতুল্য ছিলেন।আমি তাঁর পুত্র, কন্যা, পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই প্রণববাবুর মৃত্যু শোক প্রকাশ করেছেন এ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লিখেছেন, “ভারতরত্ন তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। একটা অধ্যায় শেষ হয়ে গেল। জনজীবনের এক বিশাল প্রতিমূর্তি আমাদের ছেড়ে চলে গেলেন। পক্ষপাতদুষ্ট রাজনীতির ঊর্ধ্বে উঠে এক জন ঋষির মতো রাষ্ট্রনেতার ভূমিকায় ভারতমাতার সেবায় দেখা গিয়েছে তাঁকে। দেশ এক জন মহান নেতাকে হারাল।”

রাজনীতির সকল পরিসরেই সমান শ্রদ্ধেয় ছিলেন প্রণববাবু। এ দিন তাঁর প্রয়াণে সমবেদনা জানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “মাতৃভূমির জন্য অনবদ্য সেবা এবং অদম্য অবদানের কারণে সর্বদা স্মরণীয় থাকবে প্রণবদার জীবন। তাঁর মৃত্যুতে ভারতের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। এই অপূরণীয় ক্ষতিতে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি শান্তি শান্তি।”

বাংলার রাজনীতির ক্ষুদ্র পরিসর ছাপিয়ে সর্বভারতীয় আঙিনায় অতি সহজেই বিচরণ করেছেন প্রণববাবু। তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁন্ধী। “অত্যন্ত দুঃখের সঙ্গে দেশ আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুসংবাদ শুনল। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধার্ঘ জানাই। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।

গত ৯ অগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণববাবু। পর দিন সকাল থেকে তাঁর স্নায়ুঘটিত কিছু সমস্যা দেখা দেয়। ভর্তি করা হয় হাসপাতালে। এমআরআই স্ক্যানে দেখা যায়, তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। এরপরই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। ১৩ অগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। আজ বিকেলে মৃত্যু হয়েছে তাঁর।

(দ্য রিপোর্ট/আরজেড/১ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর