thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

জঙ্গলে বেয়ার গ্রিলসের সঙ্গে ‘হাতির মলের চা’ খেলেন অক্ষয়

২০২০ সেপ্টেম্বর ০১ ০৯:১৬:৩০
জঙ্গলে বেয়ার গ্রিলসের সঙ্গে ‘হাতির মলের চা’ খেলেন অক্ষয়

দ্য রিপোর্ট ডেস্ক: ব্রেয়ার গ্রিলস। অসম্ভবকে সম্ভব করা যাঁর কাজ। তাঁর যাত্রা মানেই রোমাঞ্চকর, অদ্ভুত সব খাবারের আয়োজন। দুর্গম অঞ্চলে টিকে থাকার লড়াইয়ে যিনি জয়ী। দীর্ঘদিন তিনি টিকে থাকার বার্তা দিয়ে যাচ্ছেন। এবার তাঁর সঙ্গী হলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। রোমাঞ্চকর অভিযানে যোগ হলো নতুন মাত্রা।

হিন্দুস্তান টাইমসের খবর, বেয়ার গ্রিলসের ‘ইন্টু দ্য উইল্ড’-এর নতুন পর্বের টিজার প্রকাশ পেয়েছে অন্তর্জালে। এবারের যাত্রায় তাঁর সঙ্গী অক্ষয় কুমার। বিশেষ এ পর্বে জঙ্গলে ‘ম্যাড অ্যাডভেঞ্চার’ দেখবেন দর্শক। টিজারের শুরুতেই বেয়ার অক্ষয়কে ‘কিংবদন্তি’ হিসেবে আখ্যা দেন। আর অক্ষয় নিজেকে ও বেয়ারকে বর্ণনা করেন এভাবে, ‘আমি পর্দার নায়ক আর তিনি বাস্তবের নায়ক।’

বেয়ার ও অক্ষয়কে এরপর জঙ্গলে দেখা যায়। একটি জলাশয়ে নামেন তাঁরা, যেখানে কুমিরে ভরা। একপর্যায়ে দুজন খান ‘হাতির মলের চা’। অক্ষয় কুমার ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। মাত্র চার ঘণ্টায় ভিউ হয়েছে প্রায় ৩০ লাখ।

এ পর্ব ডিসকভারি প্লাসে সম্প্রচার হবে ১১ সেপ্টেম্বর এবং ডিসকভারি চ্যানেলে সম্প্রচার হবে ১৪ সেপ্টেম্বর। দর্শক এ পর্ব দেখার জন্য মুখিয়ে আছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর