thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১,  ৬ রবিউস সানি 1446

বন্যাদুর্গতদের পাশে ‘মুশফিকুর রহিম ফাউন্ডেশন’

২০২০ সেপ্টেম্বর ০১ ১৪:৩৪:৫৪
বন্যাদুর্গতদের পাশে ‘মুশফিকুর রহিম ফাউন্ডেশন’

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা সঙ্কটের মাঝে যাত্রা শুরু করে ‘মুশফিকুর রহিম ফাউন্ডেশন’। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের নিজ হাতে গড়া এই ফাউন্ডেশনের লক্ষ্য দেশের অসহায়-দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্যে অবিচল থেকে বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুশফিক লেখেন, ‘যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। দিগন্তে সবুজের হাতছানি। ভরাট যৌবনা নদীর বুক চিরে এগিয়ে চলা পালতোলা নৌকা আর মাছরাঙার জলকেলি। দর্শনার্থীদের জন্যে চোখ ঝলসানো সৌন্দর্য, আর নদীর দুপাশে বসবাসরত মানুষের জন্যে মূর্তিমান আতঙ্ক। একে করোনার ছোবল, তার উপর বন্যার নির্যাতন। স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন। সমস্ত ফসল, বসতবাড়ি পানির নিচে, ভয়ালদর্শন স্রোতে গ্রামের অনেকখানি নদীগর্ভে।’

এরপর ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে উল্লেখ করে মুশফিক যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায়, গত দুইদিন আগে, বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অন্তর্গত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে, বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে আমার স্বপ্নের মুশফিকুর রহিম ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।’

সার্বিক কাজে সাহায্য করেছে বাংলাদেশ রেড ক্রিকেন্ট সোসাইটির বগুড়া ইউনিট। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উইকেটকিপার ব্যাটসম্যান লেখেন, ‘বগুড়া ত্রাণ বিতরণের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাচ্ছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/১ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর