thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

রেকর্ড দামে ম্যান সিটিতে মেসি

২০২০ সেপ্টেম্বর ০২ ১০:৩৪:২০
রেকর্ড দামে ম্যান সিটিতে মেসি

দ্য রিপোর্ট ডেস্ক: রেকর্ড ৭০০ মিলিয়ন ইউরোতে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন লিওনেল মেসি। আর এর ফলে বার্সেলোনার সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। জনপ্রিয় সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের বরাতে এমন খবরই প্রকাশিত হয়েছে।

প্রায় দুই দশক ধরে বার্সেলোনার সঙ্গে মেসি ওতপ্রোতভাবে জড়িত, গত দুই দশকে দলের সব ধরনের সাফল্যে মেসির অবদান অনস্বীকার্য। তবে গত মৌসুমে বার্সা কর্তৃপক্ষের সঙ্গে লিও’র সম্পর্ক যুতসই ঠেকছিল না। ফলে আলোচনায় আসে মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন। শুরুতে দল ছাড়ার গুঞ্জনে কান দেয়নি কেউই, সবার ধারণা ছিল স্পেনেই ক্যারিয়ারের ইতি টানবেন। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর আর মেসিকে আটকানো সম্ভব হলো না। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের খবর, রেকর্ডমূল্য ৭০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন এই আর্জেন্টাইন।

ক্লাবে করোনা পরীক্ষা করাননি। নতুন ম্যানেজার রোনাল্ড কোম্যানের অনুশীলনেও যাননি। বুরোফ্যাক্সে ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছে জানানোর পরেই লিওনেল মেসি বুঝিয়ে দিচ্ছিলেন, কোনও অবস্থাতেই আর তিনি বার্সেলোনায় থাকবেন না।

মেসি বার্সেলোনা ছাড়তে চাইলেও, তাকে ধরে রাখতে ক্লাব কর্তৃপক্ষ শেষ অবধি চেষ্টা চালিয়ে গেছে। মেসির বাবা ও বার্সা কর্তাদের মধ্যে বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। দলবদলের ক্ষেত্রে ‘ফ্রি ট্রান্সফার’ চেয়েছিলেন মেসি, কিন্তু রিলিজ ক্লজ হিসেবে ৭০০ মিলিয়ন ইউরো দাবি করছে বার্সেলোনা।

ইউরোপিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে উড়িয়ে নিতে ৭০০ মিলিয়ন ইউরোতে চুক্তি বদ্ধ হয়েছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। তবে চুক্তি অনুসারে ম্যানচেস্টার সিটি ও নিউ ইয়র্ক এফসিতে ধারাবাহিকভাবে খেলবেন মেসি।

(দ্য রিপোর্ট/আরজেড/২ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর