thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

২০২০ সেপ্টেম্বর ০২ ১১:০২:০৬
যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: কৃষ্ণাঙ্গ কয়েকজনকে পুলিশের গুলি করার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র উত্তাল হয়ে উঠেছে। এমন ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। এমন অবস্থার মধ্যে ফের পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২৯ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক। পুলিশের গুলিতে ঘটনাস্থলের মৃত্যু হয়েছে ডিজন কিজি নামের ওই যুবকের।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোমবার বিকেলে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কিজি। তখনই তাকে আটকায় লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের প্রতিনিধিরা। বাধা পেয়ে এক প্রতিনিধিকে ঘুষি মারেন ওই কৃষ্ণাঙ্গ তরুণ। তারপর কিজির কাছ থেকে জামাকাপড়সহ কিছু সামগ্রী পড়ে যায়। পুলিশের দাবি, প্রতিনিধিরা তখন দেখেন ওই কাপড়ের মধ্যে একটি হ্যান্ডগানও রয়েছে। তারপরেই গুলি চলার ঘটনাটি ঘটে। পুলিশের এও দাবি, ট্রাফিক আইন ভেঙেছিলেন ওই তরুণ।

বন্দুকটি ধরতে যাওয়ার সময় প্রতিনিধিরা গুলি করেছে কিনা এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তাহলে কি নিরস্ত্র কিজিকেই গুলি করেছে মার্কিন পুলিশ? এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন।

কিজির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই শতাধিক আমেরিকাবাসী সেখানে এসে বিক্ষোভ শুরু করেন। তার মধ্যে থেকেই এক মহিলা প্রশ্ন তোলেন, 'বিচার ব্যবস্থার মানে কি সবাইকে মেরে ফেলা?'

সম্প্রতি কেনোসাতে শিশু সন্তানদের সামনে জেকব ব্ল্যাকের পিঠে মোট ৭ বার গুলি চালিয়েছিল মার্কিন পুলিশ। তারপরেই আওয়াজ উঠেছিল 'ব্ল্যাক লাইভ ম্যাটারস'। জর্জ ফ্লয়েড কাণ্ডের সুপ্ত আগুন ফের হয়ে উঠেছিল দাবানল। এই ঘটনার পর সেই আন্দোলনই আরও শক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর