thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

আবারও হাসপাতালে ভর্তি ফারুক

২০২০ সেপ্টেম্বর ০২ ১১:০৫:১৯
আবারও হাসপাতালে ভর্তি ফারুক

দ্য রিপোর্ট প্রতিবেদক: মাঝে অসুস্থ থাকায় কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এরপর সুস্থ হয়ে বাসায় ফিরে যান। সপ্তাহখানেক বাসায় থাকার পর আবারো অসুস্থ হয়ে পড়েছেন এই নায়ক।

গতকাল রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, রাতে জ্বর বাড়লেও এখন কিছুটা কমেছে।

এর আগেও প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুক। চিকিৎসকরা শুরুতে করোনা হতে পারে ধারনা করলেও পরে ফলাফল নেগেটিভ আসে।

(দ্য রিপোর্ট/আরজেড/২ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর