thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

করোনায় আক্রান্ত নেইমার

২০২০ সেপ্টেম্বর ০৩ ১০:৫৫:৩৯
করোনায় আক্রান্ত নেইমার

দ্য রিপোর্ট ডেস্ক: কয়েকিদন আগে সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। সোমবার ডি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসের করোনা রিপোর্ট পজেটিভ আসে। যে কারনে পিএসজির তারকা এ ফরোয়ার্ডকে নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েেছ। বুধবার ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপ ব্যাপারটির সত্যতা নিশ্চিত করেছে।

ইবিজা দ্বীপে ছুটি কাটাতে নেইমারের সঙ্গে আরো ছিলেন আন্দের এররেরা, মাউরো ইকার্দি এবং কেইলর নাভাস। ইএসপিএনের এক প্রতিবেদকের বরাত দিয়ে এসএ জানিয়েছে, ইবিজায় যাওয়াদের মধ্যে ইকার্দির রিপোর্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। যদিও এ বিষয়ে তেমন কিছু জানায়নি পিএসজি।

লঁসের বিপক্ষে আগামী ১০ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে লিগের মুকুট ধরে রাখার মিশন শুরু করবে পিএসজির। তবে, আরও কয়েকজন খেলোয়াড়ের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসলে স্থগিত হতে পারে ম্যাচটি। কেননা আগেই লিগ ওয়ান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে রেখেছে কোনো দলে চার জনের বেশি খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এলে তাদের ম্যাচটি স্থগিত করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর