thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে

২০২০ সেপ্টেম্বর ০৩ ১১:০৩:৪৯
বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৬০৬ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৩৬০ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৮৭৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জন। দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ লাখ ১ হাজার ৪২২ জন। মৃত্যু হয়েছে এক লাখ ২৩ হাজার ৮৯৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৩৮ লাখ ৪৮ হাজার ৯৬৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬৭ হাজার ৪৮৬ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৫ হাজার। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৪১৪ জন।

এদিকে দক্ষিণ আফ্রিকাকে টপকে সংক্রমণের তালিকায় ৫ম অবস্থানে চলে আসা পেরুতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫৯ জনের।

অন্যদিক উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৭৭। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। সাউথ আফ্রিকাকে টপকে ১৪ নম্বর অবস্থানে চলে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৫১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১১ হাজার ১৬ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৫টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

(দ্য রিপোর্ট/আরজেড/২ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর