thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি’

২০২০ সেপ্টেম্বর ০৫ ০৯:৪৮:৩৮
‘কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি’

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, ফাইনাল ১০ নভেম্বর। এবারের নিলামে কোন বাংলাদেশি ক্রিকেটার দল না পেলেও করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতির কারণে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সামনে সুযোগ এসেছিল আইপিএল খেলার। তবে আইপিএলের কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে এই পেসারের মনোযোগ আসন্ন শ্রীলঙ্কা সফরে।

আর বাংলাদেশ দল শ্রীলঙ্কায় রওনা দেবে ২৭ সেপ্টেম্বর। লঙ্কানদের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরু ২৩ অক্টোবর। সিরিজ শেষে বাংলাদেশ দেশে ফিরবে ১৩ নভেম্বর। অর্থাৎ এবার চাইলেও কোন টাইগার ক্রিকেটার আইপিএলে অংশ নিতে পারবেন না। আইপিএলে শিরোপা জয়ের অভিজ্ঞতা থাকা মোস্তাফিজের সামনেও এসেছিল দুটি ফ্রাঞ্জাইজির প্রস্তাব। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসবি) মাধ্যমে সেই দলগুলোকে না করে দিয়েছেন তিনি।

দেশের শীর্ষ এক গণমাধ্যমকে মোস্তাফিজ জানিয়েছেন, ‘দুই ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু একই সময়ে আমাদের শ্রীলঙ্কা সফর আছে। ওরা বিসিবির কাছে জানতে চেয়েছিল, আমাকে আইপিএলে পাওয়া সম্ভব কিনা। বিসিবি তাদের জানিয়ে দিয়েছে যে, এই সময়ে আমরা শ্রীলঙ্কা সফরে যাব, আমাকে পাওয়া সম্ভব নয়।’

সর্বশেষ আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। কোটি টাকার প্রস্তাবের চেয়ে মোস্তাফিজের কাছে প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ দলের আসন্ন সিরিজ, ‘আমার কাছে বাংলাদেশ দল সবার আগে। আমার ভাবনায় এখন শুধুই শ্রীলঙ্কা সফর। সামনে এমন সুযোগ আশা করি আরও আসবে।’

কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স এবার মুস্তাফিজকে পেতে আগ্রহী ছিল বলে জানা গেছে। কলকাতার হ্যারি গার্নি চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন। তার বিকল্প এখনও খুঁজে পায়নি দলটি। আর মুম্বাই ইন্ডিয়ান্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তার বদলি হিসেবে যদিও জেমস প্যাটিনসনকে দলে ভিড়িয়েছে দলটি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর