thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সড়কে প্রাণ গেল বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ চারজনের

২০২০ সেপ্টেম্বর ০৭ ২০:০৪:৫৮
সড়কে প্রাণ গেল বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ চারজনের

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পাজেরোর মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউছুপ আলীর ছেলে নাজমুল ইসলাম (কাজল), একই উপজেলার আরিফুল ইসলাম, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সিলেটগামী একটি পাজেরো জিপ ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক জিপটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাজেরো জিপে থাকা দুজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর