thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

টাইগার ওপেনারসহ করোনায় আক্রান্ত দুইজন

২০২০ সেপ্টেম্বর ০৮ ১৭:৪০:৪৫
টাইগার ওপেনারসহ করোনায় আক্রান্ত দুইজন

দ্য রিপোর্ট প্রতিবেদক: গতকাল শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে করোনা পরীক্ষা করা হয়েছে ১৭ ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন অন্তত দু’জন, যাদের মধ্যে ক্রিকেটার একজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা না দিলেও নির্ভরযোগ্য সূত্রের বরাতে এমন খবর পাওয়া গেছে।

বিসিবি এখনো করোনা পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে না জানালেও একটি সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের মধ্যে ওপেনার সাইফ হাসান করোনা আক্রান্ত। তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সঙ্গে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলের ইংলিশ ট্রেনার নিক লি।

এর আগে ক্রিকেটারদের গ্রুপ ভিত্তিক অনুশীলনের মধ্যে করোনা পজিটিভ হন দলের সঙ্গে থাকা বাংলাদেশি ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী। এরপরই কিছুদিনের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল থেকে আবার অনুশীলন শুরু হওয়ার কথা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর