thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রোববার থেকে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

২০২০ সেপ্টেম্বর ০৯ ১৫:০৬:০৮
রোববার থেকে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রয় শুরু করবে টিসিবি। এছাড়া পেঁয়াজ আমদানি ও বিক্রয়ের জন্য এ যাবতকালের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে টিসিবি।

এদিকে, সম্প্রতি পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে, আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের সঙ্কট বা দাম বাড়ার কোনো কারণ নেই। অবৈধ মজুত বা কৃত্রিম সঙ্কট সৃষ্টির মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং আরো জোরদার করা হয়েছে। একইসঙ্গে পেঁয়াজ আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুল্কহার পুননির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড এবং আইপি ও কোয়ারেন্টিন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির সভাপতি এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব (আমদানি) মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ টাস্ক ফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর