thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

কারওয়ান বাজারে র‌্যাবের অভিযান, ৫ জনের কারাদণ্ড

২০২০ সেপ্টেম্বর ১১ ১২:১৬:৩৬
কারওয়ান বাজারে র‌্যাবের অভিযান, ৫ জনের কারাদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: রূপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি ও মাছে ক্ষতিকর রং মেশানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটক ৫ জনকে ১ থেকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

এ সময় সারওয়ার আলম জানান, ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হচ্ছে।

তিনি জানান, মাছ ব্যবসায়ীরা মাছের রং উজ্জ্বল রাখতে নিষিদ্ধ রং ও জেল মাখিয়ে রাখেন।

অভিযানের সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর