thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ভয়াবহ দাবানলে বাড়ি ছাড়ছে ৫ লাখ মার্কিনি

২০২০ সেপ্টেম্বর ১২ ১৫:২১:৫৬
ভয়াবহ দাবানলে বাড়ি ছাড়ছে ৫ লাখ মার্কিনি

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলে ওরেগন রাজ্যে এখনও নিয়ন্ত্রণভাবে বেড়ে চলেছে নজিরবিহীন দাবানল। ইতোমধ্যেই সেখানে আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। প্রাণ বাঁচাতে শুধু ওরেগন রাজ্যেই ৪০ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক ঘরছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এভাবে ঘরছাড়ার ঝুঁকিতে রয়েছেন পশ্চিমাঞ্চলের আরও পাঁচ লক্ষাধিক মানুষ। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রে এবারের দাবানলের সবচেয়ে বড় ভুক্তভোগী ওরেগন। ইতোমধ্যেই সেখানকার কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুধু চলতি সপ্তাহেই অঙ্গারাজ্যটিতে আগুনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্থানীয় গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন, সেখানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এ অঞ্চলের তিনটি কাউন্টিতে এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।

গত ৩ সপ্তাহে শুধু ক্যালিফোর্নিয়াতেই ৪ হাজারের মতো বসতবাড়ি ও অবকাঠামো দাবানলের আগুনে ছাইঁ হয়ে যায়। কয়েক মাইল দূরের আকাশও আগুনের ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর