thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

২০২০ সেপ্টেম্বর ১৭ ১৭:২৫:১৮
দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

দ্য রিপোর্ট ডেস্ক: পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ।

গত শনিবার ফরাসি লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে আলভারো গঞ্জালেজের সঙ্গে হাতাহাতিতে জড়ান নেইমার। মার্শেই ডিফেন্ডারকে মাথার পেছনে চড় মারেন নেইমার। ওই ঘটনায় তাকে লাল কার্ড দেখান রেফারি। এবার পেলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

এর মধ্যে লাল কার্ড মানেই এক ম্যাচের নিষেধাজ্ঞা। মেটজের বিপক্ষে বুধবার রাতের লিগ ম্যাচে তাই খেলতে পারেননি নেইমার।

নেইমার অবশ্য আলভারোর বিপক্ষে বর্ণবাদের অভিযোগ তোলেছেন। শনিবারের ম্যাচ শেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অভিযোগ করেন। আলভারো অবশ্য নেইমারের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করছে তারা।

এদিকে ঘটনা বহুল ম্যাচটিতে নেইমারসহ মোট ৫ ফুটবলার লাল কার্ড দেখেন। এদের মধ্যে পিএসজির কুরজাওয়া ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। মার্শেইয়ের আমভাই নিষেধাজ্ঞা পেয়েছেন তিন ম্যাচ। দলটির বেনেদিত্ত এবং পিএসজির প্যারাদেসরা নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর