thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সবার করোনা নেগেটিভ

২০২০ সেপ্টেম্বর ২০ ১৩:১০:৫০
সবার করোনা নেগেটিভ

দ্য রিপোর্ট প্রতিবেদক: শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে দ্বিতীয় ধাপেও ২৭ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, শ্রীলঙ্কা সফরের জন্য জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় দফার প্রথম দিন ১৮ জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। বিভিন্ন জেলা থেকে যেসব জাতীয় দলের ক্রিকেটার এসেছিল, তাদের করোনা টেস্ট করা হয়েছিল শনিবার। পাশাপাশি কোচিং স্টাফদেরও নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর সেই পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে।

তার পরিপ্রেক্ষিতে, আজ থেকে শুরু হচ্ছে ২৭ ক্রিকেটারকে নিয়ে মিরপুরের আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প। এর আগের দুই মাস ব্যক্তি উদ্যাগে বিসিবির ব্যবস্থাপনায় ক্রিকেটাররা অনুশীলন করেছেন। আজ দুপুর আড়াইটায় ২৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হবে স্কিল অনুশীলন। ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিন চলবে এই ক্যাম্প। বিসিবি জানিয়েছে, জীবানু সুরক্ষিত বলয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের ট্রেনিং ও চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে। তবে ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার আগে আরও দুইবার করোনা পরীক্ষা করা হবে।

শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে জানা গেছে, আজ কালের মধ্যেই লঙ্কান বোর্ড সেই ঘোষণা দেবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর