thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

দলগত অনুশীলনের পর উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ

২০২০ সেপ্টেম্বর ২০ ১৯:২১:৩০
দলগত অনুশীলনের পর উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। জুলাইয়ের শেষ দিকে খেলোয়াড়রা মাঠে হালকা অনুশীলন করলেও তা ছিল ব্যক্তিগত। শ্রীলঙ্কা সফর সামনে রেখে রোববার (২০ সেপ্টেম্বর) দলগত অনুশীলন শুরু হয়েছে। তাতে ফুরফুরে মেজাজে সময়টা কেটেছে ক্রিকেটারদের। দীর্ঘদিন পর সবাইকে সঙ্গে নিয়ে অনুশীলনের পর উচ্ছ্বাসে ভাসছেন মাহমুদউল্লাহ।

বাসায় ফিটনেস ধরে রাখার লড়াই করলেও তা ঠিক জমছিল না বলে সাংবাদিকদের জানালেন বাংলাদেশের অলরাউন্ডার, ‘আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমরা আজ (রোববার) মিরপুরে দলগত অনুশীলন শুরু করলাম। খুব ভালো লাগছে। লকডাউনের সময়টা খুবই কঠিন ছিল, কারণ দল থেকে দূরে এবং অনুশীলন থেকেও সরে থাকতে হয়েছে। তবে যতটুকু পেরেছি বাসায় রানিং আর জিমের কাজগুলো করেছি। কিন্তু স্কিলের কাজগুলো করতে পারছিলাম না। এখন এগুলো শুরু করেছি অনেকদিন হলো।’

লকডাউনে ঘরে থাকলেও বসে ছিলেন না মাহমুদউল্লাহ। ফিজিও ও ট্রেনারের গাইডলাইন মেনে চলেছেন, ‘লকডাউনের সময়ে একটা ব্যাপার ভালো হয়েছে- চেষ্টা করেছি আমার ফিটনেসটা যেন আরও ভালো করা যায়। ট্রেডমিলে অনেক সময় দিয়েছি। ফিজিও ও ট্রেনারের গাইডলাইন ছিল, ওগুলো নিয়ে কাজ করেছি। বেশ ভালো ফল পেয়েছি।’

দলগত অনুশীলনে সবার চাঙ্গা মনোভাব দেখতে পেয়েছেন মাহমুদউল্লাহ। দিনটা সম্পর্কে তিনি বলেছেন, ‘আমরা ব্যক্তিগত অনুশীলন করেছি, ব্যাটিং করছি ৪-৫ সপ্তাহ হলো। ব্যাটিং কোচের সঙ্গে কথা বলে নির্দেশনা অনুসারে কী কী কাজ করা দরকার ছিল, বোলিং মেশিনে তা করেছি। এখন সতীর্থদের সঙ্গে কাজ করছি ঐক্যবদ্ধ হয়ে। সতীর্থরাও বেশ উৎফুল্ল, আর আমিও। কারণ দিন শেষে এটা একটা দলগত খেলা, দলের সবার সঙ্গে মিলেমিশে অনুশীলনটা উপভোগ করলে তা আরও বেশি কার্যকর হয় নিজের ও সতীর্থদের জন্য।’

(দ্য রিপোর্ট/আরজেড/২০সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর