thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

স্পা’র নামে অসামাজিক কাজ, নারীসহ গ্রেপ্তার ১০

২০২০ সেপ্টেম্বর ২৩ ১০:৪০:৩৩
স্পা’র নামে অসামাজিক কাজ, নারীসহ গ্রেপ্তার ১০

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলশানে ‘হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ’ নামে আরেকটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচ নারী ও পাঁচজন পুরুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

মঙ্গলবার দিবাগত রাতে গুলশান-১ এ অবস্থিত নাভানা টাওয়ারের লেভেল ২২/এ অবস্থিত স্পা সেন্টারটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান। তিনি বলেন, থেরাপি সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে এখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের যুবতী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা ও নিপীড়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

রাতের অভিযানে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করেছে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার দমন আইনে একটি মামলা করা হয়েছে।

এর আগে গত রোববার দিবাগত রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ। ‘অ্যাপেল থাই স্পা’ সেন্টারটিতে অভিযান চালিয়ে নারীসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীটি। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী ছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর