thereport24.com
ঢাকা, রবিবার, ২০ জুলাই 25, ৫ শ্রাবণ ১৪৩২,  ২৪ মহররম 1447

এমসিতে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে ৩ আসামি

২০২০ অক্টোবর ০২ ২১:১৫:০৭
এমসিতে ধর্ষণ: রিমান্ড শেষে আদালতে ৩ আসামি

সিলেট প্রতিনিধি: সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণীকে গণধর্ষণের মামলার তিন আসামি রবিউল, অর্জুন ও সাইফুর রহমানকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ এর জিয়াদুর রহমানের আদালতে হাজির করে শাহপরাণ থানা পুলিশ।

পুলিশ জানায়, এই তিন আসামির ১৪৪ ধারায় জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে তা না হলে আবারও রিমান্ড চাইতে পারে পুলিশ। এর আগে গত সোমবার তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ আদালত।

এছাড়াও মামলায় গ্রেপ্তারকৃত আরোও ৫ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আগামীকাল শনিবার মামলায় গ্রেপ্তারকৃত আসামি রাজন, আইনুল ও মুহিবুর রহমান রনিকে রিমান্ড শেষে আদালতে তোলার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর