thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আজ অনুষ্ঠিত হচ্ছে বাফুফের নির্বাচন

২০২০ অক্টোবর ০৩ ০৯:৫৫:৪২
আজ অনুষ্ঠিত হচ্ছে বাফুফের নির্বাচন

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসের মধ্যেই আজ (৩ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বাফুফের নির্বাচন। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মূখর পরিবেশ। সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারন সভা। এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। ৮টি বুথে নেয়া হবে ভোট। এসব তথ্য জানিয়েছেন বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন।

গত ২০ শে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারনে তা স্থগিত করা হয়। এবারের নির্বাচনে সহ সভাপতি পদে আটজন প্রার্থী রয়েছেন। এরমধ্যে কাজী নাবিল আহমেদ এমপি, মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মোহাম্মদ মারুফ হাসান, আমিরুল ইসলাম বাবু এবং তাবিথ আউয়াল বাফুফের আগের কমিটিতে ছিলেন।

নতুন মুখ এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, ইমরুল হাসান ও আতাউর রহমান। এবারে ২১ পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী লড়াই করছেন। দুটি প্যনেল প্রকাশ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। একটি কাজী সালাউদ্দিন-মুর্শেদী সম্মিলিত ফুটবল পরিষদ, অন্যটি শেখ আসলাম-মহি সমন্বিত পরিষদ। এই ২১ পদ ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন ১৩৯ জন কাউন্সিলর।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩, অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর