thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

সমস্যা সবার মগজে: মাশরাফি

২০২০ অক্টোবর ০৭ ২০:৪০:১৩
সমস্যা সবার মগজে: মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। নৃশংসতায় একটি ছাড়িয়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ না কাটতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠেছে আইন পরিবর্তনের।

চলমান এসব বিষয় নিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের সদস্যরা মুখ খুলতে শুরু করেছেন। ধর্ষণ ও নিপীড়ন-নির্যাতনে বিপর্যস্তদের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন সাকিব আল হাসান। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে এক পোস্ট দেন তিনি।

নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না।

আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর