thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাজস্থানকে হারিয়ে ফের শীর্ষে দিল্লি

২০২০ অক্টোবর ১০ ১০:২৯:৫১
রাজস্থানকে হারিয়ে ফের শীর্ষে দিল্লি

দ্য রিপোর্ট ডেস্ক: টানা চার ম্যাচে হার৷ সেই সঙ্গে প্লে-অফ থেকে আরও দূরে সরে গেল প্রথম আইপিএল চ্যাম্পিয়নরা৷ শুক্রবার শারজায় দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৬ রানে হারল রাজস্থান রয়্যালস৷ উলটো ছবি ক্যাপিটালসের৷ ৬ ম্যাচের পাঁচটি জিতে পয়েন্ট তালিকায় ফের একবার এক নম্বরে উঠে এল দিল্লি৷

১৮৫ রান তাড়া করতে নেমে ১৩৮ রানে শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালস৷ শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে রয়্যালস৷ যশ্বস্বী জসওয়াল ও জোস বাটলারের ওপেনিং জুটি মাত্র ১৫ রানে তোলে৷ তারপর স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন ও মহিপাল লোমরর ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন৷ এরপর রাহুল তেওটিয়া কিছুটা চেষ্টা করলেও তার একার পক্ষে এই রান তাড়া করা সম্ভব ছিল না৷ ২৯ বলে ৩৮ রান করে রাবাদার শিকার হন তেওটিয়া৷

বাকিরা কেউ দাঁড়াতেই পারেনি৷ রয়্যাালসের ইনিংসের সর্বোচ্চ স্কোর তেওটিয়ার ৩৮ রান৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর জসওয়ালের ৩৪ রান৷ মাত্র চার ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷ বাকিরা কেউ দু’ অংকের রানে পৌঁছতে পারেননি৷ ফলে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি৷ ১৯.৪ ওভারে শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস৷ দুরন্ত বোলিং কাগিসো রাবাদার৷ মাত্র ৩৫ রান খরচ করে তুলে নেন ৩টি উইকেট৷ এছাডা়ও দারুণ বোলিং করেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মার্কাস স্টওনিস এবং নর্টজে৷

এর আগে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান তোলে দিল্লি৷ শারজায় টস জিতে স্টিভ স্মিথের প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে বল হাতে স্বাগত জানিয়েছিলেন আর্চার৷ ইনিংসে শেষ ওভারেও মাত্র ৩ রান দিয়ে দিল্লিকে ১৮৪ রানে বেঁধে রাখলেন তিনি৷ আর্চারের স্বপ্নের বোলিং৷ ৪ ওভারে মাত্র ২৪ খরচ করে তুলে নিয়েছিলেন তিন উইকেট৷ ইনিংসের শুরুতে ফর্মে থাকা দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ানকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে দারুণ শুরু করেছিল রাজস্থান রয়্যালস৷

৪২ রানের মাথায় দিল্লির দুই ওপেনারই ডাগ-আউটে ফিরে যান৷ দু’জনেই আর্চারের শিকার৷ পৃথ্বী ১৯ ও ধাওয়ান মাত্র ৫ রান করেন৷ এরপর দারুণ ফিল্ডিং করে ফর্মে থাকা অপর দুই ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্তকে দ্রুত ডাগ-আউটে পাঠায় রাজস্থান৷ দিল্লির ক্যাপ্টেন ২২ ও পন্ত ৫ রান করেন৷ ৯.২ ওভারে ৭৯ রানে চার উইকেট হারায় দিল্লি৷ সেখান থেকে মার্কাস স্টওনিস ও শিমরন হেটমাইয়ের ঝোড় ইনিংস দিল্লিকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করে৷ হেটমায়ারের ২৪ বলে ৪৫ রানের ইনিংস দিল্লির ইনিংসকে এগিয়ে নিয়ে যায়৷ পাঁচটি ছক্কা ও একটি বাউন্ডারি মারেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর