thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নাইটদের হারাল আরসিবি

২০২০ অক্টোবর ১৩ ১১:২৫:২৪
নাইটদের হারাল আরসিবি

দ্য রিপোর্ট ডেস্ক: আইপিএলে এবার যেন ব্যতিক্রমী বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ সোমবার শারজায় কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়ে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এলে আরসিবি৷ প্রথমে ব্যাটিং করে কেকেআর-এর সামনে ১৯৫ রানের টার্গেট দিয়েছিল কোহলি অ্যান্ড কোং৷ কিন্তু রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান তোলে কেকেআর৷ ম্যাচের সেরা এবি ডি’ভিলিয়ার্স৷

আগের দু’ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় তিন উঠে এসেছিল কেকেআর৷ কিন্তু এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোরের বিরুদ্ধে শুরু থেকেই খেই হারিয়েছিল নাইটরা৷ প্রথমে এবিডি ও বিরাটদের বিরুদ্ধে ছন্নাছাড়া বোলিং, তারপর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং৷ এর ফলে বড় ব্যবধানে হেরে ফের লিগ তালিকায় পিছিয়ে গেল কিং খানের দল৷

বিরাটদের বিরুদ্ধে ১৯৫ রান তাড়া করতে নেমে শুরুতেই আত্মসমর্পণ করে কেকেআর৷ এদিন ফের ওপেনিংয়ে পরিবর্তন করে নাইটরা৷ নবাগত টিম ব্যানটনকে দিয়ে ওপেন করায় কলকাতা৷ কিন্তু শুভমন গিল ও টম ব্যানটন জুটিতে মাত্র ২৩ রানের বেশি যোগ করতে পারেনি৷ ১২ বলে মাত্র ৮ রান করে নভদীপ সাইনির বল বোল্ড হয়ে যান ব্যানটন৷ এরপর নীতিশ রানা দ্রুত ডাগ-আউটে ফেরেন৷ গিল কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তিনিও ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি৷ ২৫ বলে তিনটি চার ও একটি ছয়-সহ ৩৪ রান করে রান-আউট হিন গিল৷

ইয়ন মর্গ্যান ও ক্যাপ্টেন দীনেশ কার্তিক কেউ লড়াই করতে পারেননি৷ এই দু’জনেই দ্রুত ডাগ-আউটে ফিরে যান৷মর্গ্যান ৮ ও কার্তিক ১ রান করেন৷ এরপর আন্দ্রে রাসেল ও রাহুল ত্রিপাঠি লড়াই করার চেষ্টা করলেও ব্যর্থ হন৷ দু’জনেই ১৬ রান করে করেন৷ কিন্তু রয়্যাল বোলারদের সামনেই কেউ দাঁড়াতেই পারেননি৷ মাত্র তিন নাইট ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছতে সক্ষম হন৷

দারুণ বোলিং করেন ক্রিস মরিস, যুবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর৷ মরিস ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন৷ তবে চাহাল ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে একটি উইকেট তুলে নেন৷ দারুণ বোলিং করেন সুন্দরও৷ ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে দু’টি উইকেট নেন৷

এর আগে টস জিতে শারজায় প্রথম ব্যাটিং করে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছিল কেকেআর৷ শেষ ৭.৪ ওভারে সুনীল নারিনহীন নাইট বোলিং বিভাগকে সাধারণ স্তরে নামিয়ে এনে অবিভক্ত জুটিতে ১০০ রান তোলেন বিরাট-এবি জুটি। ২৮ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসে কোহলি নিষ্প্রভ থাকলেও ৩৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস আসে মিস্টার ৩৬০’র ব্যাট থেকে। ৫টি চার এবং ৬টি ছক্কায় সাজানো ছিল এবি’র ইনিংস। যার মধ্যে দু’টি ছক্কা স্টেডিয়াম পার করে গিয়ে পড়ল সংলগ্ন রাস্তায়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর