thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

১০৩ রানে অলআউট তামিমরা

২০২০ অক্টোবর ১৩ ১৮:২২:১১
১০৩ রানে অলআউট তামিমরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রুবেল-সুমনদের বোলিং তোপে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে গিয়েছে তামিম একাদশ। বিসিবি প্রেসিডেন্টস কাপের ম্যাচে মঙ্গলবার মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে তামিম একাদশ ব্যাট করতে পেরেছে ২৩.১ ওভার। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৭ ওভারে কমিয়ে আনা হয়েছে।

এদিন শুরুতেই ব্যক্তিগত ২ রানে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। অপর ওপেনার তানজিদ হাসান ১৮ বলে ২৭ রান করে বিদায় নেন। ওয়ানডাউনে নেমে ২৫ রান করেন এনামুল হক বিজয়। পরের ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ার মধ্যে থাকেন। সবমিলিয়ে ১০৩ রানে গুটিয়ে যায় তারা।

মাহমুদউল্লাহ একাদশের পেসার রুবেল হোসেন ৫ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। ৫ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আরেক পেসার সুমন খান। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৪.১ ওভারে ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ৩ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম।

টুর্নামেন্টে তামিমদের এটি প্রথম ম্যাচ হলেও মাহমুদউল্লাহদের এটি দ্বিতীয় ম্যাচ। এর আগের ম্যাচে শান্ত একাদশের বিপক্ষে ৪ উইকেটে হারে মাহমুদউল্লাহর দল। টুর্নামেন্টে একটি দল আরেকটি দলের বিপক্ষে ২ বার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল ২৩ অক্টোবর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর

তামিম একাদশ: ১০৩ (২৩.১ ওভার)

(তামিম ২, তানজিদ ২৭, বিজয় ২৫, মিথুন ০, শাহাদাৎ ১, মোসাদ্দেক ৫, সাইফউদ্দিন ১২, মেহেদী হাসান ১৯, তাইজুল ১, শরিফুল ৪, মোস্তাফিজ ০*; ইবাদত ০/৩৬, রুবেল ৩/১৬, সুমন ৩/৩১, মিরাজ ২/২, আমিনুল ২/১৭)।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর