thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রেললাইনে ঘুম, কাটা পড়লেন ৩ জন

২০২০ অক্টোবর ১৮ ১০:৩০:০৮
রেললাইনে ঘুম, কাটা পড়লেন ৩ জন

নেত্রকোনা প্রতিনিধি: রাতে ডোবায় মাছ ধরতে গিয়ে এক পর্যায়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন তিনজন। পরে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

রবিবার ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন জেলে রাতে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় ওই লাইনে একটি ট্রেন এলে তারা কাটা পড়েন। তবে কোন ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

ট্রেনে কাটা পড়ে নিহতরা হলেন, বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের আবদুল হেকিমের ছেলে জাহাঙ্গীর ও স্বপন এবং বডু মিয়ার ছেলে মুখলেছ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল ট্রেনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর