thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পগবার ফ্রান্সের জাতীয় দল ছাড়ার খবর ভুয়া

২০২০ অক্টোবর ২৭ ১৫:০৮:৪৪
পগবার ফ্রান্সের জাতীয় দল ছাড়ার খবর ভুয়া

দ্য রিপোর্ট ডেস্ক: সরকারের ইসলাম বিদ্বেষের কারণে ফ্রান্সের জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা- সোমবার এমন খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর এই খবরকে ভুয়া বলে জানিয়েছেন পগবা নিজেই। তিনি জানিয়েছেন, এমন খবরে আমি বিরক্ত এবং রাগান্বিত।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর সূত্র ধরে যুক্তরাজ্যভিত্তিক নামকরা সংবাদপত্র দ্য সান এবং ফুটবলভিত্তিক ক্রীড়ামাধ্যম কিক অফ এই খবর প্রকাশ করে। তবে এমন ভুয়া খবরে বেজায় চটেছেন পল পগবা। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে পগবা লিখেছেন, ‘অপ্রত্যাশিত। ভুয়া খবর। এমন খবর দেখে হতবাক, ক্ষুব্ধ, হতাশ এবং বিস্মিত।’

পগবা লিখেছেন, ‘আমার ধর্ম হলো শান্তি ও ভালোবাসার এবং অন্যের প্রতি সম্মান দেখাবার। সংবাদ মাধ্যমের কিছু ব্যক্তিত্ব খবরটা এভাবে প্রকাশ করে দায়িত্ববোধের পরিচয় দেননি। সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কাজ করেছেন। সত্যতা নিশ্চিত না করে এভাবে একটা খবর প্রকাশ করা অনেকের পাশাপাশি আমার এবং আমার পরিবারের জন্য ক্ষতির কারণ। শতভাগ মিথ্যা এই সংবাদ এবং সংবাদ মাধ্যমের প্রকাশকের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।’

পগবা লিখেছেন, আমি যেকোনো সন্ত্রাস ও সহিংসতা বিরোধী। দুর্ভাগ্যক্রমে কিছু সংবাদমাধ্যম ও সাংবাদিক লেখার সময় দায়বদ্ধতাপূর্ণ আচরণ করে না। তারা সত্য যাচাই করে না। এরা গসিপ চেইন তৈরি করে। এটি মানুষের জীবন এবং আমার জীবনকে প্রভাবিত করে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর