thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপাকে দুদকে তলব

২০২০ অক্টোবর ২৯ ২১:৩১:৩০
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপাকে দুদকে তলব

দ্য রিপোর্ট প্রতিবেদক: বহিষ্কৃত যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমসহ (জি কে শামীম) বিভিন্ন আসামির সঙ্গে আঁতাতের অভিযোগে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বুধবার দুদকের উপপরিচালক মো. ইব্রাহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জান্নাতুল ফেরদৌসী রুপাকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুদুকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য বলেন, ‘কিছু অনিয়মের অভিযোগে জবাব দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।’

চিঠিতে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ নিয়ে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর