thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বুড়িমারীতে পিটিয়ে যুবক হত্যায় গ্রেফতার ৩

২০২০ অক্টোবর ৩১ ১১:০২:৪০
বুড়িমারীতে পিটিয়ে যুবক হত্যায় গ্রেফতার ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক, লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বুড়িমারী বাজার থেকে তাদের গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আশরাফুল ইসলাম, শরীফ হোসেন এবং আরিফুল হক বাইজিদ।

এদিকে, নৃশংস ওই হত্যার ঘটনায় নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির পক্ষ থেকে এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে। রোববারের (পহেলা নভেম্বর) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। ঘটনার শুরুতে কে বা কারা ধর্ম অবমাননার গুজব ছড়িয়েছে তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে সিআইডি।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে শহিদুন্নবী জুয়েল নামে একজনকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

নিহত শহিদুন্নবী জুয়েল (৪২) রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর