thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ক্লাসে মহানবী (সা.) এর কার্টুন দেখানোয় বরখাস্ত বেলজিয়ামের শিক্ষক

২০২০ নভেম্বর ০১ ১৩:৪০:৪৮
ক্লাসে মহানবী (সা.) এর কার্টুন দেখানোয় বরখাস্ত বেলজিয়ামের শিক্ষক

দ্য রিপোর্ট ডেস্ক: ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন দেখানোর পর বরখাস্ত হয়েছেন বেলজিয়ামের এক স্কুলশিক্ষক। শুক্রবার ব্রাসেলসের মোলেনবিক সেন্ট-জিন এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটে।

বেলজিয়ামের লা লিবরে বেলজিক পত্রিকার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফরাসি ম্যাগাজিন শারলি এবদোতে মহানবীর (সা.) যেসব ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়েছিল ওই শিক্ষক তার একটি নিয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দেখান। সেইসঙ্গে তিনি একই কাজ করে কীভাবে একজন ফরাসি স্কুলশিক্ষক নিহত হয়েছেন তার বর্ণনা দেন।

পত্রিকাটি বেলজিয়ামের বরখাস্ত হওয়া স্কুলশিক্ষকের নাম প্রকাশ করেননি। তবে শুক্রবার তিনি ক্লাসে ওই অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর দুই থেকে তিনজন স্কুলশিক্ষার্থীর অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। এরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এখন স্কুলটিতে তার চাকরি থাকবে কি না আদালত সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

অভিযোগ দায়েরকারী শিক্ষার্থীদের পরিবারের বরাত দিয়ে লা লিবরে পত্রিকা জানিয়েছে, ওই স্কুলশিক্ষক ক্লাসে একটি ট্যাবলেট কম্পিউটার নিয়ে আসেন এবং সেখান থেকে মুহাম্মদ (সা.) এর কার্টুনগুলো শিক্ষার্থীদের দেখান। সেইসঙ্গে তিনি একথাও বলেন, যারা এসব দেখতে চায় না তারা যেন মাথা নিচু করে থাকে।

সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন করার পর এক হামলায় নিহত হন।

সেই ঘটনার দায় ইসলাম ও মুসলিমদের ওপর চাপিয়ে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ। তারপরই নিন্দায় সরব হয় মুসলিম বিশ্ব। ফরাসি পণ্য বয়কটের ডাক দেয়া হয়। শেষ পর্যন্ত সুর নরম করে বার্তা দিয়েছেন ম্যাকরোঁ।

(দ্য রিপোর্ট/আরজেড/০১নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর