thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ব্যাটলগ্রাউন্ডে বাইডেন, পেনসিলভানিয়ায় ৮১ শতাংশ ডাকভোটের রেকর্ড

২০২০ নভেম্বর ০৪ ০৯:১৯:৫৫
ব্যাটলগ্রাউন্ডে বাইডেন, পেনসিলভানিয়ায় ৮১ শতাংশ ডাকভোটের রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ তথা ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভানিয়া। সেখানে এমনিতে ডেমোক্র্যাটদের আধিপত্য থাকলেও গত নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প সামান্য ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন। ফলে এবারের নির্বাচনে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট থাকা রাজ্যটি পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া ডেমোক্র্যাটরা।

তার ওপর জো বাইডেনের জন্মস্থানও পেনসিলভানিয়াতে। একারণে এবার অঙ্গরাজ্যটিতে বিপুল ভোটে জয়ের আশা তার। আর নির্বাচনের দিন সেখানেই ঘাঁটি মজবুত করতে গিয়েছিলেন এ ডেমোক্র্যাট নেতা।

বাইডেনের আশা, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির সংখ্যা যুক্তরাষ্ট্রের সর্বকালের ইতিহাস ভেঙে দেবে। মঙ্গলবার ফিলাডেলফিয়ায় এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেকোনও সময়ের তুলনায় আমরা এ বছর আরও বেশি লোক ভোট দিতে যাচ্ছি।

এবারের নির্বাচনে ১৫ কোটির বেশি মানুষ ভোট দেবে বলে আশাপ্রকাশ করেন এ প্রেসিডেন্ট প্রার্থী।

ডেমোক্র্যাট নেতা জানান, ১৮ থেকে ৩০ বছর বয়সী ভোটাররা এবছর বেশি ভোট দিচ্ছেন, আর এপর্যন্ত ভোট দেয়া নাগরিকদের মধ্যে ৫৪ শতাংশ নারী।

এদিন ট্রাম্পের সমালোচনা করে জো বাইডেন বলেন, প্রেসিডেন্টের অনেক কিছুই সেকেলে। এর একটি হচ্ছে, তিনি ভাবেন, কে ভোট দেবেন সে সিদ্ধান্ত তিনি নেবেন। কিন্তু আসলে কী? প্রেসিডেন্ট কে হবেন সেই সিদ্ধান্ত নেবে জনগণ।

এদিকে, ডাকভোট বা অনুপস্থিত ভোটে ইতোমধ্যেই নতুন রেকর্ড গড়েছে পেনসিলভানিয়া। সাধারণত অঙ্গরাজ্যটিতে ৭০ থেকে ৮০ শতাংশ ডাকভোট পড়ে। কিন্তু এবার বিকেল ৩টার মধ্যেই সেই সংখ্যা ছাড়িয়েছে গেছে।

অঙ্গরাজ্যটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাথি বুকভার বলেন, আমরা ইতোমধ্যেই ৮১ শতাংশ [ডাকভোট] পেয়েছি এবং আরও আসতে বাকি রয়েছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৩১ লাখ পেনসিলভানিয়ান ডাকভোটের জন্য আবেদন করেছেন। সেই হিসাবে এখনও ছয় লাখের মতো ব্যালট পৌঁছাতে বাকি রয়েছে।

সূত্র: সিএনএন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর