thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বুমরাহ-বোল্ট তোপে ফাইনালে মুম্বাই

২০২০ নভেম্বর ০৬ ১০:৫১:৪০
বুমরাহ-বোল্ট তোপে ফাইনালে মুম্বাই

দ্য রিপোর্ট ডেস্ক: দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে রাউন্ড রবীন লিগের ২ পর্বেই বড় জয় পেয়েছে মুম্বাই। প্রথম দেখায় আবুধাবিতে ৫ উইকেটে,ফিরতি দেখায় ৯ উইকেটে জয়ের অতীত আছে দিল্লীর।ওই জয়ের ৫ দিন পর কোয়ালিফাইয়ারে দিল্লীকে পেয়ে একটু বেশিই চাঙ্গা ছিল মুম্বাই।

স্লগে ইশান কিষান-হারদিক পান্ডিয়ার ঝড়ে (১৯ বলে ৬০) রান পাহাড়ে চাপা দিয়ে (২০০/৫) জয়ের পথটা সুগম করে রেখেছিল। পেস কম্বিনেশন বুমরাহ-বোল্টের ভয়ংকর বোলিং তোপে দিল্লীকে ৫৭ রানে হারিয়ে দিয়ে করোনাকালীন আইপিএলের ফাইনালের টিকিট পেয়েছে মুম্বাই।

দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফাইয়ারে রান পাহাড়ে চাপা দিতে চেয়েছে। পেরেছেও তা। রোহিত,পোলার্ডের কোন রান ছাড়াই থেমেছে তারা ২০০/৫এ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বড় স্কোরের আভাসই দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং পাওয়ার প্লেতে ওভারপ্রতি ১০.৩০ রান (৬৩/১)। রানের চাকা সচল ছিল ১০ম ওভার পর্যন্ত (৯২/২)। ইনিংসের মাঝপথে ১১ থেকে ১৫তম ওভার পর্যন্ত প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি মুম্বাই।

এই পর্বে ৩০ বলে ৩০ রানের বেশি নিতে পারেনি। তবে শেষ ১৯ বলে ইশান কিষান-হারদিক পান্ডিয়া তুলেছেন ব্যাটে জয়। ১৯ বলে অবিচ্ছিন্ন ৬ষ্ঠ উইকেট জুটিতে ৬০ রানে স্কোরটা কাঁটায় কাঁটায় ২০০/৫ তুলেছে মুম্বাই। নরিজকে ছক্কায় ৩০ বলে ইশান-কিষান হাফ সেঞ্চুরি উদযাপনের সঙ্গে স্কোর দুইশ' ছুয়েছে মুম্বাই। হারদিক পান্ডিয়া সেখানে ১৪ বলে ৫ ছক্কায় করেছেন ৩৭ !

মোটেও ভাল কাটছিল না অশ্বিনের আইপিএল। ১২ ইনিংসে ছিল না এই অফ স্পিনারের বলার মতো কোন বোলিং। ৩৪ বছর বয়সী সেই অশ্বিনই বৃহস্পতিবার ফিরে পেয়েছেন ছন্দ (৩/২৯) । রোহিত শর্মাকে (০) ভয়ংকর হয়ে উঠতে দেননি। তৃতীয় ডেলিভারিতে এলবিডাব্লুউতে ফিরিয়ে দিয়ে শুরু অশ্বিনের। ব্যাটে ঝড় তোলা ইনফর্ম ডি কককে (২৫ বলে ৫ চার,১ ছক্কায় ৪০) টোপ ফেলে লং অফে ক্যাচে দিয়েছেন ফিরিয়ে। ডেঞ্জারম্যান পোলার্ডকেও সেট হতে দেননি। পোলার্ডকে প্রথম বলেই ফেলেছেন টোপ। লং অনে ক্যাচ প্র্যাকটিস করে ফিরেছেন পোলার্ড (০)।

ইনফর্ম সুরিয়া কুমার আইপিএলের চলমান আসরে ৪র্থ ফিফটি উদযাপন করে যখন ইনিংসটাকে আরো বড় করতে চাচ্ছেন,তখন নরিজের বলে লং অনে দিয়েছেন ক্যাচ (৩৮ বলে ৫১)। এই ম্যাচে মার খেয়েছেন দক্ষিন আফ্রিকার ২ পেস বোলার নরিজ (১/৫০),রাবাদা (০/৪২)।

ফাইনালে যেতে হলে এখন দিল্লীকে করতে হবে ২০১। দুবাইয়ের বড় মাঠে টার্গেটটা আসলেই দুরুহ।তা টের পাইয়ে দিয়েছে প্রথম ওভারে ২টি ইনসুইং ডেলিভারিতে পৃথিবী শ' (০)এবং রাহানেকে (০) ফিরিয়ে দিয়ে। পরের ওভারে বুমরাহ'র ইয়র্কারে বোল্ড ধাওয়ান (০)। প্রথম ৮ বলে ৩ উইকেট ! তাও আবার রানহীন ! ০ রানে ৩ উইকেট, ব্যাটিং পাওয়ার প্লেতে ৩২/৪ ! এমন পরিস্থিতি থেকে জয়ের আশা ছেড়ে দিয়ে বড় হার এড়ানোর লড়াইটাই বরং শ্রেয়। সেই লড়াইটাই করেছেন স্টয়নিচ (৪৬ বলে ৬৫),আসকার প্যাটেল (৩৩ বলে ৪২)।

প্রথম স্পেলে (২-০-১১-২)ভয় ধরিয়ে দিয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় স্পেলটা আরো ভয়ংকর (২-১-৩-২) ! দ্বিতীয় স্পেলের প্রথম বলে স্টয়নিচের লেগ স্ট্যাম্প দিয়েছেন উড়িয়ে, তৃতীয় বলে শর্ট বলে সামসকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন বুমরাহ। ৪-১-১৪-৪ ! এমন ভয়ংকর বোলিংয়ে ২৭ উইকেট নিয়ে সবার উপর উঠে এলেন ভারতের সেরা বোলার বুমরাহ। ভয়ংকর প্রথম স্পেলের (২-১-৯-২) পর বোলিংয়ের সুযোগ পাননি বোল্ট। তবে বিদ্যুৎ গতির এই বোলারের শিকার সংখ্যা আইপিএলের এই আসরে ২২টি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর