thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সালমার বোলিংয়ে ট্রেইলব্লেজার্স চ্যাম্পিয়ন

২০২০ নভেম্বর ১০ ০৮:১৫:০৫
সালমার বোলিংয়ে ট্রেইলব্লেজার্স চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক: নারী আইপিএল খ্যাত ওম্যান্স টি-২০ চ্যালেঞ্জের প্রথম আসরে জাহানারার দল ভেলোসিটি ফাইনালে উঠলেও ট্রফিতে হাত দিতে পারেননি বাংলাদেশের এই সুন্দরী। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা ওম্যান্স টি-২০ মিশনে হয়েছেন সফল।

সারজায় সোমবার রাতে অনুষ্ঠিত ফাইনালে সালমার বোলিংয়ে (৩/১৮) সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

২০১৮ সালে এশিয়া ওম্যান্স টি-২০ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে সালমার নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার অতীত আছে বাংলাদেশ নারী দলের। এবার নারী ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চেও ট্রফিতে হাত রেখেছেন সেই সালমা।

শ্লো উইকেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুন করেছে সালমার দল ট্রেইলব্লেজার্স। ব্যাটিং পাওয়ার প্লের ৬ ওভারে উইকেটহীন ৪৫ বড় পুঁজির আভাস দিয়েছে। ওপেনিং পার্টনারশিপ টেনে নিয়েছে ৬৭ বলে ৭১ পর্যন্ত।দ্বিতীয় উইকেট জুটিও দিয়েছে ভরসা, করেছে ২২ বলে ৩৩ রান। শ্রীবর্ধনেকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে স্ট্যাম্পিংয়ে কাঁটা পড়েছেন ট্রেইলব্লেজার্স অধিনায়ক মান্দনা। তবে ৩৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ন করে ইনিংসটা টেনে নিয়েছেন ৪৯ বলে ৫ চার,৩ ছক্কায় ৬৮ পর্যন্ত।তার ফিরে যাওয়াটাই ট্রেইলব্লেজার্সের বড় স্কোরের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে।

তবে স্লগের ৩০ বলে হতাশ করেছে ট্রেইলব্লেজার্স। মাত্র ১৭ রানে হারিয়েছে তারা ৬ নারী ব্যাটসম্যান। ১১২ থেকে ১১৮-এই ৬ রানে পড়েছে ৫ উইকেট। যার মধ্যে সুপারনোভাসের বাঁ হাতি স্পিনার রাধা যাদব শেষ ওভারে ছিন্ন-ভিন্ন করেছে। ওই ওভারে ৪ উইকেটের ৩টি তার শিকার। ২জন দিয়েছেন পয়েন্টে ক্যাচ,অন্যজন স্ট্যাম্পিং। অন্যজন রান আউট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট পেয়েছেন রাধা যাদব (৫/১৬)।

১১৯ রানের চ্যালেঞ্জে শুরু থেকে এগিয়ে ছিল সালমার দল ট্রেইলব্লেজার্স। তবে দলের সেরা অস্ত্র অফ স্পিনার সালমাকে মজুদ রেখেছেন ট্রেইলব্লেজার্স অধিনায়ক মান্দনা উত্তেজনা পর্বে ব্যবহার করতে। এই কৌশলে সফল মান্দনা। সুপারেনোভাসের সেরা দুই নারী ব্যাটারের উইকেট পেয়েছেন সালমা।

১৩তম ওভারে সালমার খরচা উইকেটহীন ৫ রান, ১৫তম ওভারের চতুর্থ বলে শ্রীবর্ধনে (১৯) সুইপ করতে যেয়ে শর্ট ফাইন লেগে দিয়েছেন ক্যাচ। ১৭তম ওভারে নিজের তৃতীয় ওভারেও পেতে পারতেন সালমা উইকেট। এলকেস্টেন শর্ট মিড উইকেটে ক্যাচ ড্রপ করলে সে যাত্রায় বঞ্চিত হন সালমা।

তবে ১৯তম ওভারে নিজস্ব শেষ ওভারে সুপারনোভাসের কফিনে শেষ প্যারেক ঠুঁকেছেন সালমা। ওই ওভারের দ্বিতীয় বলে রান আউটে শুরু সালমার। তৃতীয় বলে অধিনায়ক হারমানপ্রিত ( ৩০)ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে বোল্ড ! এক বল পর সুইপ করতে যেয়ে ভাসত্রাকার শর্ট মিড উইকেটে দিয়েছেন ক্যাচ ! ৪ ওভারের মধ্যে ৩ ওভার বোলিং করেছেন স্লগে। যেখানে মিতব্যয়ী বোলিং করাটাই কঠিন, সেখানে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি উইকেট টেকিং বোলিংও করেছেন।

প্রথম ম্যাচে ২-০-৪-০, দ্বিতীয় ম্যাচে ৪-০-২৫-১, ফাইনালে ৪-০-১৮-৩ ! কি দারুন একটা আসরই না কাটিয়েছেন সালমা। ফাইনালে সুপারনোভাসের বাঁ হাতি স্পিনার রাধা যাদব করেছেন ক্যারিয়ার সেরা বোলিং (৫/১৬)। তবে তার বোলিং ম্লান হয়েছে সালমার ম্যাচ উইনিং বোলিংয়ে (৩/১৮)। সালমার দলের আর এক নারী বোলার দীপ্তি শর্মা (৩/৯)।

(দ্য রিপোর্ট/আরজেড/১০নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর