thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

কমলার বিজয়ে যে কারণে ভারতে উৎসব

২০২০ নভেম্বর ১০ ১৬:২৩:৫২
কমলার বিজয়ে যে কারণে ভারতে উৎসব

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় ঐতিহ্যের সঙ্গে মিল রেখে সৌভাগ্য, সৌন্দর্য ও শক্তির দেবী লক্ষ্মীর প্রতীক আর সংস্কৃত শব্দ কমল বা পদ্মফুলের সমার্থক শব্দে মেয়ের নাম কমলা রেখেছিলেন তার মা ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্যামলা গোপালান। সেই কমলাই এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

১৯৬১ সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে কমলা হ্যারিসের মা শ্যামলার সঙ্গে বাবা জ্যামাইকান ডোনাল্ড হ্যারিসের পরিচয়। ১৯৬৪ সালের ২০ অক্টোবর শ্যামলা আর ডোনাল্ডের সংসারে আসে কমলা।

১৯৬৭ সালে জন্ম নেয় কমলার বোন মায়া লক্ষ্মী হ্যারিস। তবে কমলার বয়স যখন মাত্র সাত, তখন বিচ্ছেদ হয় মা-বাবার। ‘দ্য ট্রুথস উই হোল্ড, অ্যান আমেরিকান জার্নি’ নামে আত্মজীবনীতে এমনটাই লিখেছেন কমলা।

এদিকে কমলা হ্যারিসের বিজয়ে উৎসবের মেজাজে থুলাসেনথুরাপুরাম গ্রাম। ভারতের তামিলনাড়ু রাজ্যের এ গ্রামের অধিবাসীরা উৎসব করছেন কমলা হ্যারিসের জন্য। তবে তার যথেষ্ট কারণও রয়েছে।

কমলার মা শ্যামলার জন্ম তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। পরে পড়াশোনার জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। ক্যানসার গবেষক এবং সমাজকর্মী হিসেবে সুপরিচিতি শ্যামলা। তার বাবা অর্থাৎ কমলার মাতামহের জন্ম এই থুলাসেনথুরাপুরামে। আর তাতেই কমলার জন্য আনন্দে মেতেছে গ্রামবাসী। তারা বলেছে, ‘অভিনন্দন কমলা হ্যারিস। আমরা কমলার জন্য গর্বিত।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে থুলাসেনথুরাপুরম গ্রামের দূরত্ব ৩২০ কিলোমিটার। গ্রামজুড়ে পোস্টার, মিস্টি বিতরণ, বাজি পোড়ানো কমলার জন্য উদ্‌যাপনে কত কিছুই না করেছে গ্রামবাসী।

ছেলেবুড়োরা মিছিল করছে ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট কমালা হ্যারিসের ছবি নিয়ে। পুড়ছে আতশবাজি। বিতরণ করা হচ্ছে মিষ্টি। সেখানকার বাসিন্দারা মনে করছেন, ভারতেও নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন কমলা হ্যারিস।

(দ্য রিপোর্ট/আরজেড/১০নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর