thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

এবার করোনা আক্রান্ত হাবিবুল বাশার

২০২০ নভেম্বর ১২ ১০:১১:২৮
এবার করোনা আক্রান্ত হাবিবুল বাশার

দ্য রিপোর্ট প্রতিবেদক: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। প্রতিদিন সারাবিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে লাখো মানুষ। বাংলাদেশেও অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে অনেকে। রাজনীতিবিদ, চিকিৎসক থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ আক্রান্ত হচ্ছেন অচেনা ভাইরাসটিতে। এবার আক্রান্তের সেই তালিকায় নাম উঠল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের নাম।

বুধবার করোনা পরীক্ষা করালে তার ফলাফল পজিটিভ আসে। হাবিবুল বাশার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুল বাশার বলেন, দুই দিন প্রচণ্ড জ্বর ছিল। জ্বর একটু কমার পর টেস্ট করিয়েছি, আজকে ফল পেয়েছি পজিটিভ। এমনিতে খুব একটা শারীরিক সমস্যা অনুভব করছি না। সবার কাছে দোয়া প্রার্থী যেন দ্রুত সুস্থ হতে পারি।

এর আগে গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্তান্ত হন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তারও আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

(দ্য রিপোর্ট/আরজেড/১২নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর