thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

দাঁতভাঙা জবাব দেব, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি মোদির

২০২০ নভেম্বর ১৪ ১৯:৪৩:৪৮
দাঁতভাঙা জবাব দেব, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি মোদির

দ্য রিপোর্ট ডেস্ক: কাশ্মীর সীমান্তে গোলযোগ না করার জন্য পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, যদি কেউ সীমান্তে আমাদের পরীক্ষা করার চেষ্টা করে তাহলে আমরা দাতঁভাঙা জবাব দেব। ভারতের রাজস্থানের জয়সলমীরে স্বশস্ত্র বাহিনীর সেনাদের দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে মোদি পরোক্ষভাবে চীনের ‘সম্প্রসারণবাদ’কে ’বিকৃত মন মানসিকতা’ হিসেবে উল্লেখ করেছেন।

মোদি বলেন, ‘ভারত সবসময় অন্যদের নীতি বুঝার চেষ্টা করে কিন্তু যদি কেউ আমাদের চেষ্টা করে তাহলে আমরা ভয়ানক জবাব দিব।’

তিনি বলেন, কয়েকটি দেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত আছে। কিন্তু একটি সীমান্তকেই সকল ভারতীয় চেনে সেটি হল লগ্নিওয়ালা। এই অঞ্চলের যুদ্ধ সম্পর্কে সকল ভারতবাসীই অবগত।

সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি সবসময় আপনাদের সঙ্গে সময় ব্যয় করতে আসি কারণ আপনারা আমার পরিবার। যত অধিক সময় আমি আপনাদের সঙ্গে ব্যয় করি, ততবেশি আমি দেশ পরিচালনায় শক্তিশালী হই।’

দেশের পক্ষ থেকে সৈন্যদের ধন্যবাদ দিয়ে মোদি বলেন, ‘আমি আপনাদের জন্য আজকে মিষ্টি নিয়ে এসেছি। কিন্তু এই মিষ্টি শুধু আপনাদের জন্য নয়। পুরো ১৩০ কোটি ভারতবাসীর জন্য।’

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাদের হামলাকে উদ্ধত আচরণ উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে। প্রতিটি নাগরিক আমাদের সেনাদের শক্তি ও আত্মত্যাগের জন্য গর্বিত। ১৩০ কোটি ভারতীয় সেনাদের সঙ্গে রয়েছেন।’

গতকাল শুক্রবারই সীমান্তে পাকিস্তানের হামলায় প্রাণ যায় সেনাসহ ১১ ভারতীয়র। তার পরের দিনই সেনাদের মাঝে গিয়ে মোদি বুঝিয়ে দিতে চাইলেন, কেউ লড়তে এলে ছেড়ে কথা বলবে না ভারতও

(দ্য রিপোর্ট/আরজেড/১৪নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর