thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

করোনায় আক্রান্ত ফুটবল দলের কোচ জেমি ডে

২০২০ নভেম্বর ১৫ ১৯:০৯:৪৩
করোনায় আক্রান্ত ফুটবল দলের কোচ জেমি ডে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ৪১ বছর বয়সী এই কোচের কোন উপসর্গ নেই। বর্তমানে তিনি হোটেলে আইসোলেশনে আছেন।

মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার নেপালকে ২-০ গোলে হারানোর পর শনিবারই জাতীয় দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। যার ফল এসেছে শনিবার রাতে। সেখানেই জেমি ডে’র নমুনার ফলাফল আসে করোনা পজিটিভ।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এখন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে। তাই জাতীয় দলের আজকের সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে।

এদিকে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ম্যাচে জেমির পরিবর্তে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর