thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

২০২০ নভেম্বর ১৭ ১২:৩২:৫৫
ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি: ফেসবুক লাইভে এসে শীর্ষ অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া যুবক মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর এএসপি মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

সাকিব কলকাতায় গিয়ে কালীপূজার উদ্বোধন করায় মহসিন রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তাকে চাপাতি দিয়ে গলাকেটে হত্যার হুমকি দেন।

মহসিন সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। নিজের ফেসবুক আইডি ‘Mohsin Talukdar’ থেকে লাইভে তিনি অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করেন। পাশাপাশি সাকিবকে হত্যা করতে প্রয়োজনে পায়ে হেঁটে ঢাকা যাবেন বলেও উল্লেখ করেন।

অবশ্য ভোর ৬টা ৪ মিনিটে আবার লাইভে এসে তিনি পূর্বের লাইভের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে দুঃখ প্রকাশ করলেও তিনি সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর