thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

এমপি সাহাদারা মান্নান করোনায় আক্রান্ত

২০২০ ডিসেম্বর ০৩ ১১:৪৩:৩২
এমপি সাহাদারা মান্নান করোনায় আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাহাদারা মান্নান গত চার দিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) তিনি সংসদ ভবনে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে করোনা পজিটিভ শনাক্ত হয় তার।

চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন।

এদিকে সংসদ সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে তার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর