thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কোটালীপাড়ায় কোভিড -১৯ মোকাবেলায় জন সচেতনতা মূলক উঠান বৈঠাক

২০২০ ডিসেম্বর ০৩ ১৯:১১:৩৩
কোটালীপাড়ায় কোভিড -১৯ মোকাবেলায় জন সচেতনতা মূলক উঠান বৈঠাক

গোপালগঞ্জ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামে বাসনা গাইনের বাড়িতে কোভিড-১৯ মোকাবেলার লক্ষে জন সচেতনতা মূলক এক উঠান বৈঠাক অনুস্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠাকটি আয়োজন করেন ৩২ নং রামশীল পল্লী সমাজ।সহযোগীতা করে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি।

বক্তব্য রাখেন উই সি এফ এর সভাপ্রধান রশনা রায়,পল্লী সমাজের সভাপ্রধান বাসনা গাইন এবং আহাদুজ্জামান, কর্মসুচি সংগঠক। বক্তারা বলেন আমরা সামাজিক দুরুত্ত বঝায় থাকলে এবং নিয়ম মেনে বারবার হাত ধোলে ও সঠিক নিয়মে মাস্ক পরলে কভিড-১৯ থেকে রক্ষা পেতে পারব।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর